বিদেশ গমনেচ্ছুকগন অনলাইননে নিবন্ধন করার জন্য আহব্বান করা যাচ্ছে। নিবন্ধন সম্ভ্যাব্য তারিখ -০৪/০৯/০১৩ হতে ১০/০৯/০১৩ পর্যন্ত। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্থাপিত নগর তথ্য ও সেবাকেন্দ্র (সিআইএসসি) এবং ৪২টি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডেমো) থেকে বিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারবেন।
রেজি: করতে সঙ্গে নিয়ে আসতে হবে:
১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে
২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩) জন্মনিবন্ধন সনদপত্র
৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ
৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)
এছাড়া রেজিষ্ট্রেশনের জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকা প্রয়োজন :
প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:
প্রয়োজনে-
মোঃ মজিবুল হক
উদ্যোক্তা
১০নং গোবিন্দপুর ইউআইএসসি
ফরিদগঞ্জ,চাঁদপুর।
01833241217/ 01717930356
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS