উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সমাজ কল্যান মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র গত ফেব্রুয়ারী/২০১৫খ্রিঃ হতে ফরিদগঞ্জ উপজেলায় এ.এর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পার্শ্বে আনিকা-আতিকা ভিলায় অফিস স্থাপনের মাধ্যমে সেবা ও সহায়ক উপকরন বিতরন কার্যক্রম চালু করা হয়েছে। এ কেন্দ্র হতে সম্পূর্ন বিনা মূল্যে নিম্নোক্ত সমস্যাবলীর সেবা সমূহ আন্তরিকতার সহিত প্রদান করা যাচ্ছে।
১। প্রতিবন্ধী( শারিরীক, বুদ্ধি, বাক, শ্রবণ, দৃষ্টি)
২। ঘাড়, কোমর, হাটু, পায়ের তালু ব্যাথা
৩। অটিজম, সেরিব্রালপালসি
৪। বাত ব্যাথা, ষ্ট্রোক-প্যারালাইসিস, মুখ বাঁকা রোগ
৫। খেলাধুলাজনিত আঘাত
৬। পঙ্গু, বিকলাঙ্গ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস